Logo
×

Follow Us

জেলার খবর

কুড়িগ্রামে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১৭:৩৭

কুড়িগ্রামে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

লাশ উদ্ধারকাজে পুলিশ। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কচু ক্ষেত থেকে রাজু মন্ডল (৪২) নামের ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু মন্ডল নাগেশ্বরী উপজেলার গাগলা এলাকার মন্ডলটারী গ্রামের জহুরুল ইসলাম মন্ডলের ছেলে।

আজ সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার মন্ডলটারী গ্রামের রাস্তার ধারে কচু ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত রাজু মন্ডল গাগলা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। রবিবার (১৬ জুন) বিকেলে ব্যবসার কাজে গাগলা বাজারে যান তিনি। পরে রাত গভীর হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এসময় রাজু মন্ডলের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে সকাল ১০ টার দিকে রাজু মন্ডলের বাড়ি থেকে কিছুটা দুরে কচুক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে নাগেশ্বরী থানা পুলিশ কচুক্ষেত থেকে রাজু মন্ডলের গলা কাটা মরদেহ উদ্ধার করেন।

নিহত রাজু মন্ডলের বোন রেহেনা বলেন, আমার ভাইয়ের কোন শত্রু নেই। কে বা কারা রাতে কী উদ্দেশ্য ভাইকে হত্যা করেছে জানি না। আমার ভাইকে যে হত্যা করেছে তার দ্রুত বিচার চাই।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫