Logo
×

Follow Us

জেলার খবর

বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন, গুলিবিদ্ধ ১

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১৬:০১

বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন, গুলিবিদ্ধ ১

বগুড়া জেলার মানচিত্র

বগুড়া শহরে ঈদের রাতে দুর্বৃত্তদের হামলায় দুই যুবক খুন হয়েছেন। এসময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।

গতকাল সোমবার (১৭ জুন) রাত ২টার দিকে পুলিশ বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অন্ধকার রাস্তা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এর আগে রাত ১২টার দিকে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, নিশিন্দারা চকর পাড়ার শরিফ ও রুমন। দুজনেই ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করতেন। আহত হোসেন আকন্দ (১৯) একই এলাকার বাদল আকন্দের ছেলে। তিনি হোসেন বেকারির পণ্য সরবরাহের কাজ করেন।

হোসেনের পরিবার জানায়, ঈদের রাতে পাড়ায় ছেলেপেলেরা শিক কাবাব আয়োজন করেছিল। রাতে পাড়ার কয়েকটি ছেলের সাথে অন্য কোথাও গণ্ডগোল হয়। এটা নিয়ে অনেকগুলো মোটরসাইকেলে চড়ে লোকজন এসে হামলা চালায়। তারা এলোপাথাড়ি গুলি করে। এতে হোসেনের পায়ে গুলি লাগলে সে পালিয়ে আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর শরিফ ও রুমন সেখানেই নিহত হন।

হোসেন আকন্দ বলেন, শিককাবাব খেয়ে আমি বাসায় চলে আসি। রাতে আবার ফোন করে ডাক দেয় তখন রাস্তায় গেলে দেখি পাঁচ ছয়টি মোটরসাইকেলে অনেকজন হট্টগোল করছিল। আর আমাদের দেখে এলোপাথাড়িগুলি করে। কিন্তু কেন আমাদের ওপর হামলা তার কিছুই জানি না।

স্থানীয়রা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরীফসহ কয়েকজনকে ডেকে নেন। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন দুর্বৃত্তরা শরীফ, রুমন ও হোসেনকে মেরে ফেলে গেছে। ওই সময় সেখানে উপশহর এলাকার সার্জিল টিপুকে দেখা গেছে। পরে তারা চলে গেলে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু শরীফ ও রুমন ঘটনাস্থলেই নিহত  হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। রাতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫