
সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন নেতারা। ছবি: পিরোজপুর প্রতিনিধি
কমিটি গঠনে বাণিজ্য, আওয়ামী লীগের সাথে আঁতাতকারী ও অযোগ্যদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগে পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩৬ সদস্যের মধ্যে ২২ নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইন্দুরকানী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ পত্রে ২২ জনের স্বাক্ষর থাকলেও এসময় ৮ জন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ শিকদার। লিখিত বক্তব্যে তারা জেলা ও উপজেলা কমিটির বিরুদ্ধে কমিটি গঠনে উৎকোচ গ্রহণ, আওয়ামী লীগের সাথে আঁতাতকারী ও দীর্ঘদিন দলে নিষ্ক্রিয়দের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ এনেছেন।
উদাহরণ হিসাবে তারা বালিপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল জলিল ২ বছর আগেও দলের সাথে যুক্ত ছিলেন না এবং শহিদুল ইসলাম বাবুল দলে নিষ্ক্রিয় হলেও তাকে আহবায়ক করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক মো. এম ছগির, আবুল কালাম আজাদ, সদস্য দুলাল ফকির, নুরুজ্জামান নাদিম, আবুল কালাম খান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ হোসেন বলেন, নিয়ম অনুসারে জেলা ও উপজেলার নেতারা সবার সাথে আলোচনা করেই এ কমিটি গঠন করা হয়েছে। এখানে নিয়োগ বাণিজ্য হয়নি।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামাল লাভলু বলেন, কারা পদত্যাগ করেছে এবং কি কারণে করেছে তা জানিনা। কপি হাতে পাওয়ার পর বলতে পারব। আর বিএনপিতে কমিটি গঠনে বাণিজ্যের কোন প্রশ্নই আসে না। যারা তুলনামূলক কম পদ পায় তারাই বাণিজ্যের অভিযোগ আনে।