
শিশুকে নিয়ে হাসপাতালে স্বজনরা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমীর হামজা নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আমির হামজা সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের পিকুল শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু আমির হামজা। এসময় বাড়িতে ইজিবাইক চার্জে দেওয়া ছিল। খেলা করার সময় ইজিবাইক চার্জে দেওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানা ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু মৃত্যুর ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি।