সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেল স্কুলশিক্ষকের

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১৭:৩৯

পানিতে ডুবে মৃত শিক্ষক মো. ফারুক হোসেন। ছবি: সংগৃহীত
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষকের নাম মো. ফারুক হোসেন (৩৩)। তিনি ওই গ্রামের মৃত শুঁকচান মোল্যার ছেলে। ফারুক এক বছর আগে কচুয়ার একটি বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
ফারুকের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ফারুক আগে থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরের দিকে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন। একপর্যায়ে জোহরের নামাজ আদায়ের জন্য পাশের পুকুরে অজু করতে যান ফারুক। তবে দীর্ঘক্ষণ ধরে তার খোঁজ না মেলায় পরে পুকুরে ভাসমান অবস্থায় পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও ফারুক হোসেন কয়েক বার মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। গতকাল মৃত্যু হলে আজ তার দাফন সম্পন্ন হয়।