Logo
×

Follow Us

জেলার খবর

ঈশ্বরদীতে যুবলীগের অফিস ভাঙচুরের অভিযোগ পৌর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ২১:০৪

ঈশ্বরদীতে যুবলীগের অফিস ভাঙচুরের অভিযোগ পৌর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে

ভাঙচুর হওয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনের অফিস। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতি আবেদ হাসান শৈশবের বিরুদ্ধে। 

গতকাল রবিবার (২৩ জুন) সন্ধার দিকে রেলগেট কড়ইতলা পৌর যুবলীগের অফিসে এই ঘটনা ঘটে। 

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, গতকাল রবিবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা নিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আবেদ হাসান শৈশবের সাথে মতবিরোধ হয়। এর জেরে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে ১৫/২০ সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার অফিস ভাঙচুর করেছে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. মিজানুর রহমান সবুজ মুঠোফোনে জানান, এখনো এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করার কোন সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫