Logo
×

Follow Us

জেলার খবর

এমপি আনার হত্যা

মোবাইল উদ্ধারে ঝিনাইদহ আনা হয়েছে আ.লীগ নেতা বাবুকে

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১৬:৪০

মোবাইল উদ্ধারে ঝিনাইদহ আনা হয়েছে আ.লীগ নেতা বাবুকে

পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়।

এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামী কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। তিনটি মোবাইল ফোন উদ্ধারের জন্য তাকে ঝিনাইদহ আনা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩:৪৫ টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসআই আলী হোসেনের নেতৃত্বে প্রিজন ভ্যানটি কারাগারে আসে।

ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, কাজী কামাল আহমেদ বাবু নামে এক আসামিকে বুঝে পেয়েছেন। এর বেশি কিছু বলতে পারছি না।

এর আগে সকাল থেকে এ খবর ছড়িয়ে পড়লে কারাগারের আশেপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন হয় কারাগার এলাকায়। আগামীকাল হতে পারে আলামত উদ্ধারে অভিযান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫