Logo
×

Follow Us

জেলার খবর

রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১২:৩৫

রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজছাত্র। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তাওহীদ বাবু(২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি রামু সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত তাওহীদ বাবু জেলা শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী লুৎফুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী।

তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন,  তিনি জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত এবং মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আজিজুল বারী জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জোয়ারিয়ানালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি৷

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫