Logo
×

Follow Us

জেলার খবর

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারের আগুন, নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১৭:২০

নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারের আগুন, নিহত ১

নারায়ণগঞ্জের ম্যাপ। ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।

বুধবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুরে ওই ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

ঘটনার বর্ণনা দিয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিল। ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫