রূপপুরে হত্যা মামলায় বেলারুশ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১৯:৩৫

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: পাবনা প্রতিনিধি
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাখস্তানের নাগরিক শভেটস ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৬ জুন) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন জানান, গত ২০২২ সালের ২৬ মার্চ রাতে এ প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি ভবনের কক্ষে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে কয়েকজন বেলারুশ নাগরিক ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ হামলায় বেরেজনয় অ্যান্ড্রে নামে একই দেশের অপরজন আহত হন। এ ঘটনায় নিহত ঈশ্বরদী থানায় তিন বেলারুশ নাগরিককে আসামি করে একটি মামলা দয়ের হয়। নিহত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমত নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।