Logo
×

Follow Us

জেলার খবর

জয়পুরহাটে ট্রাকচাপায় ২ বান্ধবী নিহত

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১৩:১৮

জয়পুরহাটে ট্রাকচাপায় ২ বান্ধবী নিহত

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি এলাকায় ট্রাকের চাপায় দুই বান্ধবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে জয়পুরহাট-ধামুইরহাট সড়কের সদর উপজেলার মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এনতাদুল হকের মেয়ে এনজিও কর্মী জুঁথি সুলতানা (২২) ও ইছুয়া খাত্তা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী মরিয়ম (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ডিএমএসের মঙ্গলবাড়ি শাখার হিসাব রক্ষক জুঁথি তার নিজের মোটরসাইকেল নিয়ে বান্ধবী মরিয়মকে জয়পুরহাট স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রওনা দেয়। পথে মঙ্গলবাড়ি মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই জুঁথি ও হাসপাতালে নেওয়ার পর মরিয়মের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে মঙ্গলবাড়ি সরকারি কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫