Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১৩:২৭

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। রক্তাক্ত অবস্থায় চেয়ারম্যান সোহরাব হোসেনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন খান আলার মোড়ে চা খেয়ে রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় অন্য চলন্ত মোটরসাইকেলে থাকা মাক্স পরিহিত দুইজন দুর্বৃত্ত চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের পিঠে একটি ধারাল অস্ত্রের আঘাত করেছে দুর্বৃত্তরা। যশোরে রেফার্ড করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫