Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১১:৩০

রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি জেলার মানচিত্র।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে খেলার সময় পানিতে ডুবে সুহামণি চাকমা (১১) নামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সন্ধ্যার সময় বঙ্গলতলী ইউনিয়নে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রী খেলতে গিয়ে পানি ডুবে মারা গেছে। পরপর দুইটি শিশু পানিতে ডুবে নিখোঁজ ও মারা যাওয়ায় বিষয়টি খুব দুঃখজনক। পানি বাড়লে অভিভাবকদের নিজ নিজ সন্তানের একটু খেয়াল রাখা দরকার। 

এদিকে, গত মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বন্যার পানি দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে ভেসে একই উপজেলার বাঘাইছড়ি গ্রামের এক স্কুলছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও ওই স্কুলছাত্রের এখনো হদিস মেলেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫