Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১৩:১৬

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ মডেল থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে মিজানুর রহমান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৬ জুলাই) সকালে হোয়াইক্যং স্কুলরোডের পশ্চিমে রেঞ্জ অফিসের সামনে যুবকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

মিজানুর রহমান দুই সন্তানের জনক এবং হোয়াইক্যং ইউপির চেকপোস্ট এলাকার ইউছুপের ছেলে।

উদ্ধার মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল জানিয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত সিরাজী বলেন, শুক্রবার মিজানুর রহমান রাতে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে খবর আসে মিজানের মরদেহ হোয়াইক্যং বাজারের পশ্চিম পাশে স্কুলরোডের ফরেস্ট অফিসের সামনে ব্রিজের নিচে পড়ে আছে।

খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫