
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের প্রাণহানি। ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আজ সোমবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার খাকচর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।
নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। রায়পুরা থানার এসআই মো. হালিমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তবে প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সকলেই পুরুষ বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।
মো. শহিদুল্লা বলেন, বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধারকাজও শুরু হয়েছে।