উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১০:০৮
-668cb7a82aba1.jpeg)
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইসমাইল (৩৬) নামে এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট এর ডি/১ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইসমাইল ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ বাদশা মিয়ার ছেলে।
রোহিঙ্গারা জানান, ক্যাম্পের পাশে কবরস্থান সংলগ্ন স্থানে আড্ডা দেওয়ার সময় ৮/১০জন দুর্বৃত্ত আকস্মিকভাবে এসে ইসমাইলের পেট, পিঠ ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে আহত ইসমাইলের চিৎকার শুনে কয়েকজন সাধারণ রোহিঙ্গা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি হেড মাঝির মাধ্যমে সংশ্লিষ্ট ক্যাম্প সিআইসি এবং এপিবিএন পুলিশকে অবগত করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। তিনি বলেন, খবর পেয়ে থানার একটি টিম সেখানে যায়৷ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।