পেপারলেস স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে: পলক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১৪:৫৮

শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পেপারলেস স্মার্ট সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে। যেখানে জমির পর্চা, আদালতের শুনানি, পুলিশে অভিযোগের মতো সরকারি সেবা পেতে সরকারি দপ্তরে যেতে হবে না। আমাদের রয়েছে ডিজিটাল ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার ই-নথি। প্রায় দুই কোটি ফাইল কাগজবিহীন অবস্থায় বাস্তবায়ন করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকারের পরবর্তী লক্ষ্য ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ করা। সকল শ্রমজীবী মানুষকে ক্যাশলেস পদ্ধতিতে লেনদেনের আওতায় নিয়ে আসা। এতে যারা ক্ষুদ্র পেশার মানুষ তাদের ডিজিটাল লেনদেন দেখে ঋণের ব্যবস্থা করা যাবে।
প্রতি মন্ত্রী বলেন, এই ট্রেনিং সেন্টারটি বাস্তবায়ন হলে পঞ্চগড়ের প্রত্যন্ত এলাকার ভাই-বোনেরা এখানে ট্রেনিং নিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশী মার্কেটপ্লেসে কাজের সুযোগ করে নিবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা চাকরি প্রত্যাশী না হয়ে চাকরিদাতা হবে। তারা নিজে উদ্যোক্তা হয়ে আরো ১০০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। তার ক্ষেত্রটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি করে দিচ্ছেন। এই সেন্টার থেকে প্রতিবছর এক হাজারের বেশি স্মার্ট ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
মন্ত্রী আরো বলেন, সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে ৫৫৫টি জয় স্মার্ট সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করা হচ্ছে। আগামী ৫ বছরে আইটি সেক্টরে ১০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করব। সেই সাথে এই আইটি সেক্টর থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় নিশ্চিত করতে পারব।
এই সময় পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩ একর জায়গা জুড়ে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটি নির্মাণ করা হবে। আগামী ২০২৬ সালে সেপ্টেম্বরে সেন্টারটির নির্মাণ কাজ শেষ হবে।