Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১২:১৫

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল বন্দর। ছবি: বেনাপোল প্রতিনিধি

পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

গতকাল বুধবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে গতকাল আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে গতকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আমদানি-রপ্তানি একদিন বন্ধ থাকায় সরকার এ বন্দর থেকে ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হলো। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, গতকাল  সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই  স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, পবিত্র আশুরা উপলক্ষে গতকাল সরকারি  ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার পুনরায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫