
বেনাপোল বন্দর। ছবি: বেনাপোল প্রতিনিধি
চারদিন পর ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গতকাল বুধবার (২৪ জুলাই) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের চেয়ে এ কয়দিন যাত্রী যাতায়াত ছিল অনেক কম।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, গত শনিবার (২০ জুলাই) থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্দর থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এতে বন্দরে দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নর কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল চারদিন। তবে এ কয়দিন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের চেয়ে যাত্রী যাতায়াত ছিল অনেক কম।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, চারদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে পড়েছিল বেনাপোল বন্দরে সকল কার্যক্রম। তবে ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় বুধবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়।