Logo
×

Follow Us

জেলার খবর

ফরিদপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১৯:৫৬

ফরিদপুরে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় সুফলা দাস (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে ফরিদপুর শহরের মামুদপুর বিসমিল্লাহ শাহ দরগা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সুফলা জেলা শহরের দেওড়া এলাকার গৌতম দাসের স্ত্রী বলে জানা গেছে।

নিহতের স্বামী গৌতম দাস জানান, তার স্ত্রীর ডায়াবেটিস থাকায় তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। শনিবার সকালেও হাঁটতে বের হলে বিসমিল্লাহ শাহ দরগার সামনে একটি ট্রাক পেছন থেকে তার স্ত্রীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫