পাবনায় বিএনপি-জামায়াতের ৩৩ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১৪:৪৩

নাশকতা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি: পাবনা প্রতিনিধি
পাবনায় গত ২৪ ঘণ্টায় নাশকতা ও ভাঙচুর মামলায় বিএনপি ও জামায়াতের ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পাবনা জেলার ১১টি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে পাবনা সদর থানায় ৯, সুজানগর, আমিনপুর ও ঈশ্বরদীতে চারজন, আটঘরিয়ায় ও সাঁথিয়া থানায় দতুইজন, চাটমোহরে ৩, বেড়ায় ২ ও ফরিদপুর, ভাঙ্গুড়া ও আতাইকুলা থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।