Logo
×

Follow Us

জেলার খবর

নওগাঁয় বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৬৭

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১৫:১১

 নওগাঁয় বিএনপি-জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৬৭

নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁয় সাম্প্রতিক সংহিতার ঘটনায় সদর, মান্দা ও পত্নীতলায় থানায় পৃথক তিনটি নাশকতার মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৯ জনের নাম উল্লেখ ছাড়াও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. রাশিদুল হক জানান, নওগাঁ ঐতিহ্যগতভাবেই শান্তিপূর্ণ জেলা। সম্প্রতি কোটা আন্দোলন ইস্যুকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের কিছু লোকজন এ জেলাকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আন্দোলন চলাকালে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের ওপর চড়াও হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করতে হয়েছিল। পরে এসব ঘটনায় মামলা হয়।

তিনি জানান, মামলায় ৩৯ জন চিহ্নিত ব্যক্তিকে আসামি করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। যাদের মধ্যে নওগাঁ পৌরসভার বর্তমান মেয়র এবং সিনিয়র বিএনপি নেতা নজমুল হক সনি, জামায়াত নেতা অ্যাডভোকেট আবু সায়েম ও ময়নুল ইসলাম রয়েছেন।

পুলিশ সুপার জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত অনেকেই এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। পরিস্থিতি ঠিক রাখতে সেনাবাহিনী, বিজিবির সঙ্গে পুলিশও কাজ করে যাচ্ছে।

এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। তবে এই সময়েও সেনাবাহিনী ও বিজিবির টহল লক্ষ্য করা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫