Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১২:৩১

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসও অটোরিকশা। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় বাসচালক আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ী গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮)। এর মধ্যে হারুন অটোচালক।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস ঘটনাস্থল এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহারা বাসটি স্থানীয় একটি ইলেকট্রিক দোকানে ধাক্কা দিয়ে ধুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় অটো চালকসহ দুইজন নিহত হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। শুনেছি বাস চালক আহত হয়েছে। তবে তার বিস্তারিত এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫