
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিক্ষোভকারীরা মিছিল করে সাত রাস্তার মোড়ে আসেন। বিকেল সাড়ে ৩টায় আনুমানিক আড়াই হাজার বিক্ষোভকারী সাত মাথার সবকটি রাস্তায় অবস্থান নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ডাকে সাড়া দিয়ে আজ শুক্রবার (২ আগস্ট) দুপুরে বগুড়ার সাত রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজারো শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে সাত রাস্তার মোড়ে আসেন শিক্ষার্থীরা। এসময় অনেক অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন।
জানা যায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিক্ষোভকারীরা মিছিল করে সাত রাস্তার মোড়ে আসেন। বিকেল সাড়ে ৩টায় আনুমানিক আড়াই হাজার বিক্ষোভকারী সাত মাথার সবকটি রাস্তায় অবস্থান নেন। চারপাশ উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত। সবকটি রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
সর্বশেষ বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পুলিশের সতর্ক উপস্থিতি রয়েছে। তবে কোনো আটক কিংবা সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি।