Logo
×

Follow Us

জেলার খবর

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০০:৪১

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়কে অবস্থান

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি - সাম্প্রতিক দেশকাল

লালমনিরহাটে 'ছাত্র জনতার গণমিছিল' ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় ঢাকা-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়। এরপর অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, কারফিউ তুলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পদত্যাগের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতকারীরা ঢুকে বিশৃঙ্খলা করেছে। প্রশাসনের দায়িত্ব তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু তারা তা না করে সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করছে। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে অভিভাবকদের বিরক্ত করছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে তাদের আন্দোলন চলবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫