Logo
×

Follow Us

জেলার খবর

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১৫:৫৯

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাকার ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় অবরোধ করে তারা।

এসময় শিক্ষার্থীরা ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা ঘুরে এসে আবার ঢুলিভিটায় অবস্থান নেয়।

এসব কর্মসূচিকালে শিক্ষার্থীরা দফা এক দাবি এক, সরকারের পদত্যাগসহ সরকার বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

এতে মহাসড়কের উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচল করা সাধারণ মানুষেরা।

শিক্ষার্থীদের এসব কর্মসূচির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশকে ইসলামপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫