Logo
×

Follow Us

জেলার খবর

মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন গাজীপুর মেয়র

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১৯:২১

মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলেন গাজীপুর মেয়র

মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। 

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) গাজীপুরের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর মুসুল্লিদের জন্য মসজিদও খুলে দেয়ার ঘোষণা দেন তিনি।

তবে তার মসজিদ খুলে দেয়ার ঘোষণার পরই নানাদিক থেকে সমালোচনা আসতে থাকায় বুধবার (২৯ এপ্রিল) তার বক্তব্য থেকে সরে এসেছেন তিনি।

তিনি সাংবাদিকদের কাছে বলেন, মসজিদ খুলে দেয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।

গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস রয়েছে। বাকিগুলো পাশের উপজেলাগুলোতে অবস্থান করছে। যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়েছে, তাই এ রমজান মাসে এখন আর মসজিদে অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবিহর নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি কর্পোরেশনের কোনো বাধা থাকবে না।’


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫