Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১৬:৩৬

রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক

ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শেখ হাসিনার সরকার পতনের পর রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস অধ্যুষিত রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থানে জেএসএস-ইউপিডিএফ নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌ-পথে রাঙ্গামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতাকর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শহরের ভেদভেদ শিমুলতলী এলাকায় নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি কর্মসূচি অংশগ্রহণকারীর একটি গ্রুপ।

অন্যদিকে কলেজগেইট এলাকায় ইউপিডিএফের নেতাকর্মীরা অবস্থান নিলে জেএসএস নেতাকর্মীরা মুখোমুখি হয়। এছাড়া রাজবাড়ী নৌ-পথে ইউপিডিএফ নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। বর্তমানে রাঙ্গামাটি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শহরের পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত টিএন্ডটি, কল্যাণপুর ও বনরূপায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। 

শহরে টহলে নেমেছে নিরাপত্তাবাহিনী। রাস্তায় ঘোরাবেড়া করাদের বাসায় যেতে আহ্বান জানিয়েছে তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫