Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ২০:১৩

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার।

চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিন বার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দ্দার প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে মোমিনপুর বাজারে ক্ষুব্ধ প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় সদস্যদের দেওয়া পিটুনি ও ধারালো অস্ত্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহত গোলাম ফারুক ওই ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের মরহুম তিতা জোয়ার্দ্দারের ছেলে।

মোমিনপুর ইউনিয়নের বাসিন্দা ও নিহত সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের আপন ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান মাজু জানান, তার ভাই হেঁটে বাজার করার জন্য বাজারে যাচ্ছিলেন। এসময় আওয়ামী লীগ নেতা কবিখালী গ্রামের মঞ্জিলুরের নেতৃত্বে ৮/১০ জন সশস্ত্র ব্যক্তি তাকে হঠাৎ করে লাঠি দিয়ে পিটাতে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। এসময় তিনি পড়ে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ বাড়িতে রাখা আছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫