Logo
×

Follow Us

জেলার খবর

লালমনিরহাটে ৩ যুবদল নেতাকে বহিষ্কার

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১৭:০৯

লালমনিরহাটে ৩ যুবদল নেতাকে বহিষ্কার

যুবদলের লোগো

দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে চাঁদাবাজিতে জড়িত থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে লালমনিরহাটের তিনি যুবদল নেতাকে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পরলেও বহিষ্কারের তারিখ দেখানো হয়েছে ৮ আগস্ট।

বহিষ্কৃতরা হলেন, আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম আব্বাস, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শাহ আলম মন্ডল, একই কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মো. মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি, মো. শাহআলম মন্ডল ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশব্যাপী ভাংচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে লালমনিরহাটেও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

এদিকে কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় শান্তি পদযাত্রা এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে শান্তি সমাবেশ করছেন। এসময় তিনি সাধারণ জনগণকে বিএনপির কেউ যদি বিশৃঙ্খলা ও হুমকি দেয় সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি দলীয় কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়েছেন। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা যুবদলের সভাপতি আনিসুজ্জামান আনিস বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। কোন অরাজকতা মেনে নেওয়া হবে না। আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে সজাগ রয়েছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫