শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে খাগড়াছড়ি পৌর শহর।
ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে খাগড়াছড়ি পৌর শহর।
আজ শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে খাগড়াছড়ি শহরে মুক্তমঞ্চ, আদালত সড়কের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়।
এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনঃগঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের চাওয়া ও জানা অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে উঠে। পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বীর শহীদ আবু সাঈূদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়।
শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। এদিকে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হবে আজকের দিনের কর্মসূচি।