কাদেরকে আটকের গুঞ্জন নিয়ে যা জানালেন যশোরের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১৪:৩১

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ইতোমধ্যে ফেসবুকে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের একটি ছবিও ভাইরাল হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা থেকে এমন গুঞ্জন চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, এমন কোনো তথ্য তার কাছে নেই, তিনি খোঁজ নিয়েছেন।
তিনি আরো জানান, ওবায়দুল কাদেরসহ ১৭ জন মন্ত্রী-এমপি যশোরে আটক এমন কোনো তথ্য নেই, এটি সঠিক নয়।
এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।