পাবনা সদর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১৫:৫৮

সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে মানববন্ধন।
পাবনা সদর সাব রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। তাকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ মানুষ।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা কোর্ট চত্বরের সাব রেজিস্ট্রার অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ভুয়া ভুয়া বলে শ্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনা ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের (পস্তাবিত) জায়গা গত বছরের জুন মাসে কলেজের নামে দাতা সদস্যের দানকৃত জমি রেজিস্ট্রেশন করতে গেলে পাবনা সদর সাব রেজিস্টার পাবনা জেলা প্রশাসকের অনুমতিপত্র চেয়ে কলেজের জমির রেজিস্ট্রেশনের কাজ স্থগিত করে দেন।
এ বিষয়ে বক্তব্যে পাবনা সদর সাব রেজিস্ট্রার মো. ইউসুফ আলী বলেন, আমি অনুমতিপত্র চাইনি তাদের কাছ থেকে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলো ভিত্তিহীন।
এ বিষয়ে পাবনা জেলা সাব রেজিস্ট্রার দিপক কুমার সরকার বলেন, এসব অভিযোগ ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।