Logo
×

Follow Us

জেলার খবর

সোয়া কোটি পরিবার পাবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: পলক

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১৫:১৬

সোয়া কোটি পরিবার পাবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনাকালে দেশের এক কোটি ২৫ লক্ষ পরিবার মানবিক সহায়তা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে মানবিক সহায়তা পৌছে দেয়া হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ায় ইটালী ও চৌগ্রাম ইউনিয়নের ১১২০ টি পরিবারের মাঝে ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কালে এসব তথ্য জানান পলক। 

তিনি বলেন, দেশে করোনাভাইরাস যেন মহামারি রুপ না নেয় সে জন্য সবাইকে ঘরে থাকতে হবে। ঘরে ঘরে মানবিক সহায়তা পৌছে দেয়ার উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। এসব পরিবারকে ডিজিটালের আওতায় এনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো প্রকার অনিয়মের সুযোগ থাকবে না।  

তিনি আরো বলেন, দুর্যোগ কাটিয়ে উঠতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কেউ যেন না খেয়ে না মরে সে জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজা, সাধারণ সম্পাদক বেলাল খান, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক বারিক হোসেনসহ তৃনমৃল নেতাকর্মী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫