Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় ১৬ কেজি রূপা উদ্ধার

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১৯:৫১

চুয়াডাঙ্গায় ১৬ কেজি রূপা উদ্ধার

জব্দকৃত রূপা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি ৩০০ গ্রাম ওজনের অবৈধ রূপা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।

আজ শনিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে সেখান থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে মোটরসাইকেল চালিয়ে যেতে দেখে। তাকে দাঁড় করাতে গেলে তিনি পালিয়ে যান। এরপর জনসাধারণের সামনে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া মোটরসাইকেলে ঝোলানো একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকরা ব্যাগের ভেতর থেকে ১৬ কেজি ৩০০ গ্রাম রূপাসহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। উদ্ধার করা ভারতীয় অবৈধ চান্দি রূপাগুলো পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫