Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে উপকূলে একদিনেই ৭ রোহিঙ্গা নারী-শিশুর মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ২৩:৩৩

টেকনাফে উপকূলে একদিনেই ৭ রোহিঙ্গা নারী-শিশুর মরদেহ উদ্ধার

টেকনাফের নাফ নদী। ছবি: কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের নাফ নদী থেকে একদিনে সাত রোহিঙ্গা নারী-শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময়  নাফ নদীতে নৌকাডুবিতে এসব রোহিঙ্গা নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন লেদা এলাকায় নাফ নদীতে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। মৃতদের মধ্যে চার শিশু, এক নারী ও দুই পুরুষ। পরে লাশগুলো উদ্ধারের পর আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে স্থানীয়ভাবে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহপরীর দ্বীপ নাফ নদী জেটিঘাট এলাকা থেকে পাঁচটি ও লেদা এলাকা থেকে দুটি লাশ উদ্ধার হয়। লাশগুলো পানিতে ভেসে এসেছিল। গত কয়েক মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে মর্টারশেল ও শক্তিশালী গ্রেনেড-বোমার বিস্ফোরণ ঘটছে। থেমে থেমে ওপার থেকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা যায়। মর্টারশেল, শক্তিশালী গ্রেনেড-বোমার বিস্ফোরণের শব্দে এই পারের বাড়িঘরও কেঁপে উঠছে। এতে সীমান্ত এলাকায় বসবাসরত টেকনাফের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের করছেন। অনেক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসতে গিয়ে নদে ডুবে মারা যায়।

কক্সবাজারের এনজিও কর্মী মাহবুব আলম মিনার বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেক আজকে চার শিশুসহ সাত রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়ভাবে তাদের দাফন করা হয়। এর মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ নিয়ে গত এক সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে আসা গুলিবিদ্ধ ও নৌকাডুবিতে নিহত ২৮৬ জনের লাশ দাফন করেছি আমরা। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, নাফ নদীতে কয়েকজন রোহিঙ্গার লাশ ভেসে এসেছে। সেগুলো স্থানীয় লোকজন উদ্ধার করে দাফন করেছেন।

গত ৬ আগস্ট নৌকাডুবির ঘটনায় নাফ নদ ও সাগরে ভাসমান ৫৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছিল। বিষয়টি জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. ওসমান গনি।

ওসি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। সোমবার রোহিঙ্গা বহনকারী একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশকালে নাফ নদে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ধারণা করা হচ্ছে সোমবার উদ্ধার লাশগুলো ওই নৌকাডুবি ঘটনার হতে পারে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫