সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১৮:২৩
-66c72dd2a067f.jpeg)
গাঁজাসহ আকটকৃত মাদক ব্যবসায়ী। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ রাজশাহীগামী মহাসড়কের উপর থেকে ৮১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১২।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গতকাল বুধবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ রাজশাহীগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব-১২)।
অভিযানে ৮১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ৫টি মোবাইল ফোন এবং নগদ ১০,৫২৫ টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামিরা হলো, রাজশাহী জেলার কর্ণহার থানার রড়মত্তপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মো. মাইনুল ইসলাম (২৯), বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে মো. ফারুক হোসেন (২৮) ও ৩। কর্ণহার গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. জুবাইর ইসলাম (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।