Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে আ.লীগের ৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১৩:২২

ঝিনাইদহে আ.লীগের ৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ।

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, সাবেক এমপির পিএস, উপজেলার অধিকাংশ ইউপির চেয়ারম্যানসহ ৯৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন কালীগঞ্জ শহরের থানা পাড়ার বাসিন্দা মো. শাহজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম নামে বিএনপির এক নেতা।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে কালীগঞ্জ থানাতে ওই মামলাটি দায়ের করেন।

বাদীর দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকালে এজাহার নামীয়সহ অজ্ঞাত আসামিরা পেট্রোল বোমা, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠিসোঠাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের থানা রোডে কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিসের মধ্যে মুহুর্মুহু বোমা ও ককটেল নিক্ষেপ ছাড়াও পেট্রোল দিয়ে অফিসের আসবাবপত্র জ্বালিয়ে দেয়। এসময় সন্ত্রাসীদের হামলায় বাদীসহ আরো কয়েকজন গুরুতর জখম হয়। আসামিদের দেওয়া আগুনে বিএনপির অফিসের ২০০ চেয়ার ও দরজা, জানালাসহ মোট ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

উল্লেখ্য, এ ঘটনার প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার রাত ১২ টার পর থানাতে এসে বাদী ওই এজাহারটি দাখিল করে। তার দায়েরকৃতা মামলায় অভিুযুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক গোলাম রসুল, আওয়ামী লীগের সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান ওদু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বর, একাধিক পৌর কাউন্সিররসহ ৯৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীর নাম রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির পক্ষ থেকে জাহিদুল ইসলাম নামপ এক ব্যক্তির দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫