Logo
×

Follow Us

জেলার খবর

সিংড়া সেবা মেডিকেল সেন্টার সিলগালা

Icon

নাটোর (সিংড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১৫:৩৯

সিংড়া সেবা মেডিকেল সেন্টার সিলগালা

তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেবা মেডিকেল সেন্টার সিলগালা করা হয়। ছবি: নাটোর (সিংড়া) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মানার কারণে সেবা মেডিকেল সেন্টার সিলগালা করে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।  

গতকাল রবিবার (২৫ আগস্ট)  বিকেল ৩ টায় অভিযান চালিয়ে বন্ধ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস। 

জানা যায়, ৫ মে উপজেলার উদিশা গ্রামের জাহিদের প্রসূতি স্ত্রী তসলিমা খাতুন (২২) নামে একজনকে অবেদনবিদ ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার ছাড়াই সিজার করা হয়।

ঐ সময় রোগীর পরিবার অভিযোগ করেন, সেবা মেডিকেল সেন্টারের পরিচালক হারুন নিজে অপারেশন করান। এর পর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। 

রাজশাহী, ভুক্তভোগীর পরিবার রাজশাহী মেডিকেল কলেজে কয়েক দফা চিকিৎসায় প্রায় দু'লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস বলেন, ঐ ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। সিভিল সার্জন মহোদয় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫