Logo
×

Follow Us

জেলার খবর

এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১৫:২৫

এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা

এনায়েতপুর থানা। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, অস্ত্র-গুলি লুট ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

গত রবিবার (২৫ আগস্ট) রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

মামলায় স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ করে ৫-৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। পূর্বক্ষোভের কারণে আওয়ামী লীগ নেতারা এ হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ পুলিশ হত্যা মামলায় থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ৪ আগস্ট সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ওসি আবদুর রাজ্জাকসহ ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫