Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় যুবদল নেতা হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ২০:১৭

পুঠিয়ায় যুবদল নেতা হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পালন করে বিএনপির নেতাকর্মীরা।

রাজশাহীর পুঠিয়ায় যুবদল নেতা আজিজুল হককে (৩৫) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। নিহত আজিজুল শিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে পুঠিয়ার বাসুপাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী ইসফা খায়রুল হক শিমুল।

বক্তারা অবিলম্বে আজিজুল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট পুঠিয়ার কাঁচুপাড়া এলাকায় ঘুরতে যায় দুর্গাপুর উপজেলার ভেগার মোড় এলাকার আওয়ামী লীগ নেতা মহসিন আলী। এসময় তার কাছে পাওনা টাকা চায় যুবদল নেতা আজিজুল। তারই জর ধরে দুপুর দুইটার দিকে যুবদল নেতা তাকে কৌশলে পুঠিয়ার বাসুপাড়া বাজারে ডেকে নেয় মহসিন। আজিজুল তার সঙ্গী মিজানকে নিয়ে বাসুপাড়া বাজারে পৌঁছতেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে মহসিন ও তার সঙ্গীরা। এসময় ঘটনাস্থলে নিহত হয় আজিজুল ও মারাত্মক আহত হয় মিজান। ১৪ আগস্ট নিহত আজিজুলের বাবা সিদ্দিক হোসেন মহসিন আলীসহ পাঁচজনকে আসামি করে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে বাসুপাড়া বাজারে একটি মানববন্ধন হয়েছে। এই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫