Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৯:০০

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত। ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন কুয়াইশ-অক্সিজেন সড়কের নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরের কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে মোহাম্মদ আনিস (৩৮) ও হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে মাসুদ কয়সার (৩২)।

জানা গেছে, মাসুদ ও আনিস নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এসময় তাদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তারা দুজনেই মারা যান। বর্তমানে তাদের মরদেহ এভারকেয়ার হাসপাতালে আছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা জানান, দুর্বৃত্তের গুলিতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫