Logo
×

Follow Us

জেলার খবর

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১২

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪। ছবি : সংগৃহীত

নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। সবাই নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিল বলে জানা যায়। তারা সকলেই ঢাকার মিরপুরের এক বোনের বাড়িতে বেড়াতে যান। মাইক্রোবাসে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ১৭ আগস্ট  বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ ও স্ত্রী তানজিনাসহ ৮ সদস্য নিয়ে মিরপুরস্থ বসবাসরত বোনের বাড়িতে বেড়াতে যান। বেড়ানো শেষে নরসিংদীর রায়পুরা উপজেলার বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যায়। বাকিদের উদ্ধার পর জেলা হাসপাতালে নিয়ে গেলে ওইখানে আরেক জনের মৃত্যু হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করি। নিহতরা জেলা হাসপাতালে রয়েছে।

জেলা হাসপাতালে কর্তব্য চিকিৎসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫