‘প্রকল্পের ব্যয়ের সাথে মানুষের ভাগ্যোন্নয়ন একত্র করা যাচ্ছে না’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮

বক্তব্য রাখছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
দেশের প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের ভাগ্যোন্নয়ন একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে তিনি গতকাল শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেল স্টেশনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, উন্নয়ন ব্যয়ের সাথে মানুষের উপকারের কোনো যোগসূত্র নেই।
তিনি বলেন, রাজপথে হতাশার কারণ, একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে জিডিপির গ্রোথ বাড়ছে কিন্তু মানুষ সেটার সুফল পাচ্ছে না।
তিনি আক্ষেপ করে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যে রেল লাইন করা হয়েছে তা মানুষের কতোটা উপকারে আসবে। যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা কতো দিনে উঠে আসবে বলেও প্রশ্ন তোলেন।
এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন।