Logo
×

Follow Us

জেলার খবর

শেখ হাসিনার ট্রেনে হামলা, সাজাপ্রাপ্ত বিএনপির ১৮ নেতাকর্মী মুক্ত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৯

শেখ হাসিনার ট্রেনে হামলা, সাজাপ্রাপ্ত বিএনপির ১৮ নেতাকর্মী মুক্ত

কারামুক্ত বিএনপির নেতাকর্মীরা। ছবি: পাবনা প্রতিনিধি

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলার অভিযোগে করা মামলার রায়ে পাঁচ বছর আগে ২০১৯ সালের ৩ জুলাই ফাঁসি, যাবজ্জীবন ও ১০ বছর মেয়াদে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজয়-৭১-এর (১১) আদালতের বিচারক এ এস এম আব্দুল মবিন ও বিচারক মো. মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ কারাবন্দি ঈশ্বরদী বিএনপি’র ৪৭ নেতাকর্মীর মধ্যে ৩০ জনকে জামিনের আদেশ দেন। 

এই আদেশের প্রেক্ষিতে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী কারাগার থেকে ১৮ জন নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। এরআগে রবিবার ( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা কারগার থেকে ১২ জন নেতাকর্মী মুক্তিলাভ করেন।

জেলা বিএনপির আহব্বায়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নের্তৃত্বে সহস্রাধিক বিএনপির নেতাকর্মী শোভাযাত্রা করে কারামুক্তদের ফুল দিয়ে বরণ করেন।

এসময় হাবিবুর রহমান হাবিব বলেন, যে ঘটনায় বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে মামলা ও সাজা দেওয়া হয়েছিল। ঘটনার সময় ওই ট্রেনে আমি ছিলাম জানিয়ে তিনি আরও বলেন, ওই ট্রেনে অবস্থানকারী তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর জীবনহানির মতো কোন ঘটনা ঘটেনি। কেউই আহত হয়নি। মামলায় যাদের আসামি করে সাজা দেওয়া হয়েছিল, তাদের অনেকেই ওইদিন কি ঘটনা ঘটেছিল তা জানতো না। অথচ এই মামলার ফরমায়েশি রায়ে ৯ জনকে ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জামিল আক্তার এলাহী জানান, ত্রিশ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ২০১৯ সালের ৩ জুলাই চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ফরমায়েশি রায় দেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক রস্তম আলী। ফরমায়েশি রায়ে স্থানীয় বিএনপির মোট ৫২ জন নেতাকর্মীর মধ্যে বিচার চলাকালীন ৪ জন এবং রায়ের পর কারাগারে মারা গেছেন ৩ জন। শারীরিক অসুস্থতার কারণে ২ জন জামিনে মুক্ত রয়েছেন। এদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১০ বছর সাজাপ্রাপ্ত ১২ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ জনকে জামিন দেন আদালত। মামলা চলাকালীন ও কারাগারে বন্দি অবস্থায় মৃত্যু বরণকারীদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫