Logo
×

Follow Us

জেলার খবর

ভিক্টোরিয়া কলেজে স্বৈরাচারের দোসরদের নাম ও ছবি প্রকাশ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪০

ভিক্টোরিয়া কলেজে স্বৈরাচারের দোসরদের নাম ও ছবি প্রকাশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বৈরাচারের দোসরদের নাম প্রকাশ করেছে শিক্ষার্থীরা। ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বৈরাচারের দোসরদের নাম প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, কবি নজরুল হল দখল, ক্যান্টিনে চাঁদাবাজি, ছাত্র-ছাত্রীদের নিপীড়ন, মানুষ খুন, টেন্ডারবাজি, ভূতল অপরাধজগতের দুর্বৃত্তায়নের সঙ্গী ওরা। এ শিরোনামের কলা ভবনের সামনে একটি ব্যানারে ৪০ জনের ছবি প্রকাশ করা হয়েছে। 

ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মোসা. নাজমা আক্তার বলেন, গত ১৬ জুলাই এ ছেলেটি (সজিব বিকাশ ত্রিপুরা) আমরা মোবাইল নিয়ে যান। প্রায় এক ঘণ্টা কলা ভবনের ১০৫ নম্বর রুমে আটকে রাখেন আমাকে। শিক্ষক পরিষদের সম্পাদক স্যার আসার পর আমাকে ছেড়ে দেন, পরে মোবাইল দিয়ে দেন। 

নাম প্রকাশ না করে নজরুল হলের একজন বাসিন্দা অভিযোগ করে বলেন, হাবিব গাজী ছাত্রলীগের কর্মীদের দিয়ে আমার সাইকেল চুরি করেন। কবি নজরুল হল থেকে মোট চারটা সাইকেল চুরি হয়েছে। এসব তারা করতেন। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। বলতেও পারবো না। কারণ গত ২০ দিন আমি ক্যাম্পাসে প্রবেশ করি না। যদি সাধারণ ছাত্ররা করে থাকে। সেটা তাদের বিষয়। এ বিষয়ে নির্যাতিত শিক্ষার্থীরা ভালো বলতে পারবেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫