Logo
×

Follow Us

জেলার খবর

চেঙ্গী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০২

চেঙ্গী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ দেখতে চেঙ্গী নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমান। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মো. রিয়াজ।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিন্তু মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা মরদেহটি ২ থেকে ৩ দিন আগের। মরদেহ দেখতে নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমান। 

খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মো. রিয়াজ জানান, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে এলাকাবাসীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহটি সদর থানায় নিয়ে সুরতহাল করে আইনি প্রক্রিয়ায় নাম শনাক্ত করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫