পিরোজপুরে পুলিশ সুপারের যোগদানের পর সাংবাদিকদের সাথে প্রথম সভা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮

পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের যোগদানের পর সাংবাদিকদের সাথে প্রথম সভা। ছবি: পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের যোগদানের পর প্রথমেই জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভা করেছেন এই পুলিশ কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি এম এম রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক এস এম তানভির আহমেদ, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক নাসিম আলী, বিটিভির জেলা প্রতিনিধি এস এম পারভেজ, চ্যানেল আইয়ের ফসিউল ইসলাম বাচ্চু ও সাংবাদিক গৌতম নারায়ণ চৌধুরী।
এছাড়াও বক্তব্য দেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও মো. শাহাদাৎ হোসেন, সাংবাদিক শিরিন আফরোজ, রশিদ আল মুনান সুজন, খেলাফত হোসেন খসরু, হাবিবুর রহমান হাবিব, অভিজিৎ মন্ডল, তামিম সরদার।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (অর্থ ও প্রশাসন) এবং খান মুকিত হাসান (ক্রাইম এন্ড অপস্) ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন।
বক্তারা বলেন, সাংবাদিকরা জেলার আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশের সাথে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ইভটিজিং, কিশোর গ্যাং রুখতে পুলিশকে এগিয়ে আসতে বলেন। এছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন।
পুলিশ সুপার আবু নাসের বলেন, সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনে কেউ বাঁধা দিতে পারবে না। আপনারা মাদকের স্পট ও মাদক ব্যবসায়ীদের তালিকা দিলে আমাদের মাদক নির্মূলে সুবিধা হবে। আইনশৃঙ্খলা রক্ষার সকল বিষয়ে আমি সবসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।