Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৫

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০-এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাহ ক্যাম্প-৪ এর রহমত উল্লাহ ও ক্যাম্প-২০ ইমাম হোসেন। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। 

তিনি জানান, বুধবার ভোরে ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এলাকায় সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড চালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫