Logo
×

Follow Us

জেলার খবর

কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে দু’গ্রুপের হাতাহাতি, মঞ্চ ভাঙচুর

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮

কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে দু’গ্রুপের হাতাহাতি, মঞ্চ ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের হাতাহাতি।

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠের বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরে নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে অন্য গ্রুপের শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়ে। এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন তারা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছেন তাদেরকে আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রতিবাদও করেন।

এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বিকেলে কলেজ মাঠে সমন্বয়কদের নিয়ে ছাত্রদের একটি সভা হওয়ার কথা ছিল। সেখানে ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জা করছিল। এসময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপড় ছিঁড়ে ফেলে এবং কয়েকটি চেয়ার ভেঙ্গে ফেলে। এখন পরিবেশ শান্ত আছে, পুলিশের নিয়ন্ত্রণে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫